যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে : বীরেণ শিকদা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, দেশের প্রধান শক্তি হচ্ছে যুবসমাজ। উন্নত বাংলাদেশ গড়তে হলে যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি আজ শনিবার মাগুরা জেলা যুব উন্নয়ন অফিস মিলনায়তনে দু’দিনব্যাপী ক্ষুদ্র ঋণ ও আত্মকর্মসূচি মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ বিষয়ক আঞ্চলিক ও বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের দরিদ্র বিমোচন ও ঋণ বিভাগের পরিচালক এরশাদ-উর- রশীদ ও জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক রেয়াজুল আলম খান। 
প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে হলে যুবকদের পরিকল্পিত লেখাপড়া করতে হবে। অপরিকল্পিত লেখাপড়া করে কোন লাভ নেই। 
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ নামে একটি নতুন উপদ্রব সৃষ্টি হয়েছে। যুবকরা যাতে জঙ্গিবাদে প্রলুব্ধ না হয় তার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সকলকে নিতে হবে। 
ক্রীড়া প্রতিমন্ত্রী জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সকল যুব সংগঠন ও ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালানোর আহবান জানান। 
দু’দিনব্যাপী এ কর্মশালায় মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ২৪৬ জন যুব উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করছেন। 

 

Source Link: http://www.kalerkantho.com/home/printnews/381601

Source: Kaler Kantha

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015