অলিম্পিক শ্যুটিং পার্কে প্রফেসর ইউনূস
শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডের প্রতিযোগী বাংলাদেশের আবদুল্লাহিল বাকীকে উৎসাহ দিতে গিয়েছিলেন। ৬০ শটের শুরুর দিকে আবদুল্লাহ’র পারফরমেন্স ছিল সেরাদের মধ্যে। সকল প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৪র্থ। বাংলাদেশী সমর্থকরা আশাবাদী ছিল যে আবদুল্লাহ সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবে। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও আবদুল্লাহ শ্যুটিংয়ে নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিল।
প্রফেসর ইউনূস ও ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে উপস্থিত অন্যান্য বাংলাদেশী সমর্থকরা কোয়ালিফাইং রাউন্ড শেষ হবার পর পরই আবদুল্লাহ-কে অভিনন্দন জানান।
Source Link: https://goo.gl/XM3j5M
Source: Dainik Azadi
Updated Date: 9th March, 2017