প্যারিসের মেয়রের নৈশভোজে ইউনূস
প্যারিসের মেয়রের নৈশভোজে ইউনূস
প্যারিসের মেয়র অ্যান হিদালগো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। রিও ২০১৬ অলিম্পিক চলাকালে নয়নাভিরাম ফ্রেঞ্চ অলিম্পিক হাউজ ক্লাব দ্য ফ্রান্সে এই আয়োজন করা হয়। ভোজসভায় মেয়র উত্তর প্যারিসের দরিদ্র এলাকা সেন্ট ডেনিসের দারিদ্র্য সমস্যা কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান। মেয়র জাতীয় অলিম্পিক কমিটির শীর্ষ কর্মকর্তাদেরও এই ভোজসভায় আমন্ত্রণ জানান।
মেয়র জাতীয় অলিম্পিক কমিটির কর্মকর্তাদের প্রফেসর ইউনূসের কাজকে সফল করতে কমিটির পক্ষ থেকে সহযোগিতা করতে অনুরোধ করেন। অবসর গ্রহণকারী খেলোয়াড়দেরকে সম্মানজনক পেশা গ্রহণে সহায়তা করাও এই কাজের অন্তর্ভুক্ত থাকবে। এই সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করতে মেয়র প্রফেসর ইউনূসকে প্যারিস ভ্রমণেরও আমন্ত্রণ জানান।
প্রফেসর ইউনূস মেয়রকে আশ্বস্ত করেন যে, তিনি অচিরেই প্যারিস সফর করতে চেষ্টা করবেন। তিনি মেয়রকে জানান যে, গ্লোবাল সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া কনফারেন্স উপলক্ষে তিনি এ বছরের ৯-১০ নভেম্বর প্যারিসে অবস্থান করবেন। সে সময়ে তিনি সেন্ট ডেনিসের জন্য কিছু বাড়তি সময় দেবার পরিকল্পনা করবেন। প্রফেসর ইউনূস মেয়রকে আগামী বছরের জুনে ঢাকায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। গতকাল ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
Source Link: https://goo.gl/qOIuLj
Source: Ittefaq
Updated Date: 9th March, 2017