গোটা জাতি বাকীর জন্য গর্ব করতে পারে : ইউনূস
নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডের প্রতিযোগী বাংলাদেশের আবদুল্লাহিল বাকীকে উৎসাহ দিতে গিয়েছিলেন। ৬০ শটের শুরুর দিকে আবদুল্লাহর পারফরম্যান্স ছিল সেরাদের মধ্যে। সব প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ছিল চতুর্থ। বাংলাদেশি সমর্থকরা আশাবাদী ছিল যে আবদুল্লাহ সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবেন। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও আবদুল্লাহ শ্যুটিংয়ে নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিলেন। গোটা জাতি তাঁর পারফরম্যান্সের জন্য গর্ব করতে পারে।
প্রফেসর ইউনূস ও ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে উপস্থিত অন্য বাংলাদেশি সমর্থকরা কোয়ালিফাইং রাউন্ড শেষ হওয়ার পরপরই আবদুল্লাহকে অভিনন্দন জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
Source Link: https://goo.gl/XnKUGI
Source: Kaler Kantha
Updated Date: 9th March, 2017