ড. ইউনূসকে তাঁর কাজ করতে দিন

মুহাম্মদ মুসা খান

গত ৫ আগস্ট ‘আমাদের অর্থনীতি’ পত্রিকায় প্রভাষ আমিনের একটি লেখার (ড. ইউনূসের অর্জন কি বাংলাদেশের নয়?) সূত্র ধরে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। জনাব আমিনের লেখাটি জনচিহ্নিত একটি বিশেষ ঘরাণার কিছু ব্যক্তির কথারই প্রতিধ্বনি। এটা কোনো সাংবাদিকের নিরপেক্ষ রচনা মনে হয়নি। সাংবাদিক হিসেবে লিখলে তিনি খোঁজ-খবর নিয়ে ও তথ্য- উপাত্ত সংগ্রহ করে লিখতেন। শুধু অনুমান নির্ভর ক্ষোভ বা অভিমান প্রকাশ সাংবাদিককে মানায় না।

জনাব আমিন তাঁর লেখায় ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনার পাশাপাশি অনেক প্রশংসাও করেছেন যা উল্লেখযোগ্য বটে। জনাব প্রভাষ আমিনের ধারণা, ‘বাংলাদেশের বর্তমান অগ্রগতিতে ড. ইউনূসের কোনো অবদান নেই’। এই অগ্রগতি কি করে বিগত ৫/৭ বছর থেকে অর্জিত হয়েছে? মোটেও সঠিক নয়। আমি মনে করি, আজকের যে অগ্রগতি -তা দীর্ঘ ১৫/২০ বছরের বিভিন্ন পদক্ষেপের ফল। বাংলাদেশে আজ গ্রামাঞ্চলে দারিদ্র্য অনেকাংশে যে হ্রাস পেয়েছে তার পেছনে সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের ভূমিকা অনেক খানি। ব্র্যাকসহ বিভিন্ন এনজিও’রও বিরাট ভূমিকা রয়েছে। ভূমিকা রয়েছে কৃষকের পরিশ্রম, প্রবাসীর রেমিটেন্স, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ইত্যাদির। অগ্রগতি হঠাৎ তিন বছরে বা চার বছরে আসে না। জনাব প্রভাষ একজন সাংবাদিক হয়েও দলীয় লোকদের মতো মন্তÍব্য করেছেন বলে তাঁর লেখা পড়ে মনে হয়েছে। তাঁর লেখা পড়ে মনে প্রশ্ন জেগেছে, একজন বেসরকারি ব্যক্তি হিসেবে ড. ইউনূস সরকারের কর্মসূচিতে কী ভূমিকাই বা রাখতে পারতেন? বাংলাদেশ সরকার তো তাঁকে কোনো উন্নয়ন কাজে যুক্ত করেনি বা কোনো দায়িত্বও দেননি।

বিশ্বের বহু দেশের সরকার ড. ইউনূসকে তাদের কাজে যুক্ত করেছে। বাংলাদেশে নিজে নিজে কি সরকারি কাজে অবদান রাখা যায়? জনাব প্রভাষ নিজেই বলেছেন, ‘হাসিনা সরকার তাঁকে নানাভাবে হেনস্তা করেছে। তাঁর প্রতি আওয়ামী লীগ অনেক আক্রোশ দেখিয়েছে।’ এরপর ড. ইউনূসকে দেশের অগ্রগতির জন্যে সরকার কাজে লাগাবে কেন? তারা তো ড. ইউনূসের অবদান স্বীকার করে না। তাঁকে সম্মান জানানোর পরিবর্তে অসম্মান করে। সেখানে ড. ইউনূসের কী-ই করার আছে, আর তাঁর দোষই বা কোথায়?

তিনি লিখেছেন, ‘কিন্তু‘ আওয়ামী লীগের সঙ্গে রাগ করে বাংলাদেশকেই যে পরিত্যাগ করে ফেলেছেন ড. ইউনূস’। জনাব প্রভাষ আমিন ড. ইউনূস এবং তাঁর কাজ-কর্ম সম্পর্কে তেমন খোঁজ-খবর রাখেন বলে মনে হয় না। আমাদের সাংবাদিকতার এটা একটা বড় সমস্যা, খোঁজ-খবর না নিয়ে মন্তÍব্য করা। এত অবহেলা, এত প্রতিবন্ধকতা, এত নেগেটিভ মন্তÍব্যের পরও ড. ইউনূস দেশ ও জনগণের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এক ঘণ্টার জন্যও দেশের মঙ্গল চিন্তÍা হতে সরে আসেননি। ড. ইউনূসের পরোক্ষ পরিচালনায় অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত। এর বেশিরভাগই কম বেশি দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে নিবেদিত। এই যে বিশাল কোনো কর্মযজ্ঞ, তা আমি বলছি না। সরকারি অর্থ এবং সহায়তা বা বিদেশি অনুদান ছাড়া বিশাল কর্মযজ্ঞ করা কারো পক্ষেই সম্ভব নয়। তবু ড. ইউনূসের নেতৃত্বে যতটুকু সম্ভব এসব প্রতিষ্ঠান দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব নিরসনে কাজ করে যাচ্ছে। জনাব প্রভাষ আমিন যদি শুধু গ্রামীণ টেলিকম ট্রাস্ট, গ্রামীণ হেলথ কেয়ার, গ্রামীণ শক্তি, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শিক্ষা ইত্যাদি কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখেন বা সরেজমিনে সে সব প্রতিষ্ঠানের কর্মকা- প্রত্যক্ষ করেন তাহলে তাদের কাজ সম্পর্কে জানতে পারবেন। শুধু সামাজিক ব্যবসা নিয়ে কী কাজ করছে তাও ইউনূস সেন্টারের ওয়েবসাইট থেকে সহজে জানতে পারেন। ইউটিউবে তাঁর বক্তব্যগুলো দেখলে-শুনলে তাঁর দর্শন সম্পর্কে অনেক কিছু জানা যাবে।

ড. ইউনূসের নেতৃত্বে সেক্টরে অনেক প্রকল্প বাস্তবায়নাধীন, যা সম্পন্ন হলে দেশের মানুষ কম খরচে স্বাস্থ্যসেবা পাবেন। সব কাজ দেশের ভেতরেই হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানও একেবারে নগণ্য নয়। বিদেশেও তাঁর বহু কর্মসূচি রয়েছে। এর প্রত্যেকটি সেইসব দেশের সরকার, আর্থিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে।

এর প্রত্যেকটি ‘ব্যক্তিগত লাভের জন্যে নয়’ ভিত্তিতে পরিচালিত (সামাজিক ব্যবসা)। প্রভাষ আমিন ‘ইউনূস সেন্টার’ প্রচারিত দেশের নানা কর্মসূচির খবর পত্রিকায় দেখেননি , শুনে অবাক হয়েছি। প্রায় প্রতি মাসে পত্রিকায় দেশীয় কেননা কোনো কর্মসূচির খবর প্রকাশিত হয়। তবে সব পত্রিকায় প্রকাশিত হয় না। ড. ইউনূস তাঁর কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি, ফিতা কাটা, কেক কাটা, সাংবাদিক আমন্ত্রণ, টিভি ক্যামেরা ইত্যাদিতে অভ্যস্ত নন বলে টিভি বা পত্র-পত্রিকায় তাঁর কর্মসূচির খবর তেমন ব্যাপক প্রচার হয় না। তবে ওয়েবসাইট, ফেইসবুক, টুইটারে গেলে ড. ইউনূসের সব কর্মতৎপরতার খবর পাওয়া যায়। আমার ধারণা ড. ইউনূস যেকোনো কারণেই হোক, অতিরিক্ত প্রচারে আগ্রহী নয়। সেজন্যে অনেকে ড. ইউনূসকে ভুল বোঝেন। মনে হয়,আমাদের সাংবাদিকরা ও নিজ উদ্যোগে খবর সংগ্রহ (ওয়েবসাইট ও অন্যান্য) করতে আগ্রহী নয় বলে এমন হতে পারে।

না হয়, তিনি না চাইলেও অনেক প্রচার পেতেন। জনাব প্রভাষ আমিন নিশ্চয়ই জানেন যে, বাংলাদেশে ড. ইউনূসের কাজ করা কতো কঠিন? বাংলাদেশে বড় কোনো কাজ করতে গেলে পদে পদে সরকারি অনুমোদন নিতে হয়। এই অনুমোদন নেয়া আর হিমালয় পর্বত জয় করা প্রায় সমান। জানা গেছে, কোনো আবেদনে ‘গ্রামীণ’ বা ‘ড.ইউনূসের’ নাম থাকলে সরকারি অফিসে সেই ফাইল আর মুভ করে না। অনুমোদনকারী অফিস বা কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হোন। এক মাসে যে অনুমোদন পাওয়ার কথা তা ২/৩ বছরেও পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে তা নাকচও হয়ে গেছে। প্রায় ২০ বছর আগে ড. ইউনূসের প্রতিষ্ঠান সরকারের কাছে ‘জনশক্তি রপ্তানি এজেন্সির’ লাইসেন্স চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। সেই লাইসেন্স পেলে আজ বাংলাদেশের অন্তÍত ১ লক্ষ গরিব লোককে তিনি চাকরি দিয়ে বিদেশে পাঠাতে পারতেন। বিভিন্ন দেশের রাজা-সুলতানরা তাঁকে কথা দিয়েছিলেন। তাহলে বাংলাদেশে ড. ইউনূস কাজ করবেন কীভাবে? জনাব প্রভাষ আমিন ড. ইউনূস সম্পর্কে আরেকটা ভুল ধারণা দিয়েছেন। পৃথিবীর নানা দেশে দৈব-দুর্বিপাকে ড. ইউনূস নিজ থেকে ছুটে যাননা (যেমন নিকারাগুয়া)। এটা ঠিক তাঁর কাজের ভঙ্গিও নয়। তিনি কোনো দেশের আমন্ত্রণ পেলেই শুধু সেদেশে যান। আর এসব আমন্ত্রণ ছয় মাস থেকে দুই বছর আগে নির্ধারিত হয়ে থাকে।

গত ৩/৪ বছর যাবত ‘সামাজিক ব্যবসা’র প্রচার ও কাজ করার জন্যেই তিনি বিশ্বের দেশে দেশে যাচ্ছেন দৈব দুর্বিপাকে নয়। মাসে অন্তÍত ১০-১৫ দিন তিনি বিদেশে থাকেন এসব কাজে। তাই ‘পূর্ব নির্ধারিত’ না হলে দেশে অন্য কোনো কাজে সময় দেয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। বাংলাদেশের বন্যা, খরা, জঙ্গি, সুন্দরবন, ক্রস ফায়ার ইত্যাদি নিয়ে কথা বলার জন্যে বাংলাদেশে বহু যোগ্য ব্যক্তি রয়েছেন। তাঁরা চমৎকার কাজ করছেন। অবশ্য তিনিও বিবৃতি দেন, হলি আর্টিজানে নৃশংস হামলার পর দেয়া তাঁর বিবৃতি প্রশংসা লাভ করেছে স্মরণ করা যেতে পারে যে, ড. ইউনূসের কাজের ক্ষেত্র ভিন্ন। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিনি সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং ড. ইউনূসকে তাঁর কাজ করতে দিন। আমাদের মনে রাখতে হবে, তিনি শুধু বাংলাদেশের নাগরিক নন, তিনি বিশ্ব নাগরিকও। বিশ্বের দাবিও তাঁকে মেটাতে হচ্ছে। নানা দেশের সরকার, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী কোম্পানী যে তাঁর পরামর্শ শুনছে, এটা কি বাংলাদেশের জন্যে গৌরবের নয়? আমি বলবো অবশ্যই গৌরবের। আজ ক্ষুদ্র ঋণের জন্যে বা সামাজিক ব্যবসার জন্যে বিশ্বব্যাপী ড. ইউনূসের যেমন প্রশংসা হচ্ছে তেমনি বাংলাদেশেরও প্রশংসা হচ্ছে। এটা নিশ্চয়ই সামান্য কথা।

আমি বিস্মিত হয়েছি, অলিম্পিকে মশাল বহনের এতোবড় সম্মানেও প্রভাষ আমিন যে উল্লাস করতে পারছেন না জেনে। কিন্তু দেশে ও বিদেশে কোটি কোটি বাংলাদেশি যে উল্লসিত হয়েছেন, আনন্দে আত্মহারা হয়েছেন এটা অনুমান করতে পারি। মর্যাদাবান অলিম্পিকের মশাল সবার হাতে উঠে না। ড. ইউনূস যোগ্যতা অর্জন করেছেন বলেই অলিম্পিক কমিটি তাঁর হাতে মশাল তুলে দিয়ে নিজেরা যেমন সম্মানিত হয়েছেন, তেমনি ড. ইউনূসকেও প্রাপ্য সম্মান দিয়েছেন। জনাব প্রভাষ আমিনকে ধন্যবাদ তাঁর লেখাটির জন্যে। আশাকরি ড. ইউনূস সম্পর্কে তাঁর কিছু ভুল ধারণার অবসান হবে।

লেখক : কলামিস্ট, সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষক, গ্রামীণ ব্যাংকের একজন প্রাক্তন কর্মকর্তা

 

Source Link: https://goo.gl/5oeCti

Source: Amader Orthoneeti

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015