আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূস
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূস
অলিম্পিক ভিলেজে অনুষ্ঠিত রিফিউজি অলিম্পিক টিমের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তাঁর সঙ্গে যোগ দিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ।
সেদিন সন্ধ্যায় আরো ৫টি টিমের সাথে রিফিউজি অলিম্পিক টিমের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে এই উদ্দেশ্যে আয়োজিত অফিসিয়াল অনুষ্ঠানে যোগদান করেন।
রিফিউজি অলিম্পিক টিমে দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সিরিয়া ও কঙ্গো গণপ্রজাতন্ত্রের ১০ জন খেলোয়াড় রয়েছেন যাঁরা রিও ২০১৬ অলিম্পিকে অ্যাথলেটিক্স, জুডো ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করছেন। তাঁদের জন্য যে পতাকাটি উত্তোলন করা হয় তা ছিল অলিম্পিক পতাকা। দক্ষিণ সুদানের দৌড়বিদ রোজ লোকোনিয়েন প্রফেসর ইউনূসকে চিনতে পারেন এবং তাঁর সাথে ছবি তুলতে এগিয়ে আসেন।
অলিম্পিক ভিলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ইউনূসের পাশে উপবিষ্ট ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট টমাস বাখ ও সাবেক প্রেসিডেন্ট জ্যাক রগ। এর পূর্বে অলিম্পিক কমিটির সৌজন্যে প্রফেসর ইউনূসকে অলিম্পিক ভিলেজ ও তার বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান হয়।
Source Link: https://goo.gl/kUXWyJ
Source: Ittefaq
Updated Date: 9th March, 2017