সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়ার আলোচনাসভায় ড. ইউনুস
‘অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল যখন আমার হাতে ছিল তখন মনে হয়েছিল সারা পৃথিবী যেন আমার হাতে। আর তখন বাংলাদেশি হিসেবে আমার গর্ব হচ্ছিল’। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাঁতারকুলে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া’-২০১৬ শীর্ষক এক আলোচনা সভায় ড. মোহাম্মদ ইউনুস একথা বলেন।
তিনি আরও বলেন চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। সেই গ্রামীণ ব্যাংকের প্রশংসা এখন সারা দুনিয়া জুড়ে। এর কার্যক্রম পৃথিবীর বহু দেশ এখন অনুসরণ করছে। তার নতুন কার্যক্রম সোশ্যাল বিজনেস সম্পর্কে তিনি বলেন সোশ্যাল বিজনেসের মাধ্যমে দারিদ্রকে শূন্য পর্যায়ে নিয়ে আসা সম্ভব এমনকি পৃথিবীকে দারিদ্রমুক্ত করা সম্ভব হবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. এস কাদির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল বিজনেস অ্যাকাডেমি সেলের সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে এম মোহসীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মইনুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আব্দুল কুদ্দুস, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শওকত আরা হোসেন, রেজিষ্টার প্রফেসর রফিকুল ইসলাম, ইউনুস সেন্টারের জেনারেল ম্যানেজার আমীর খসরু প্রমূখ।
অনুষ্ঠানে ড. মোহাম্মদ ইউনুস অলিমিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যে মশালটি বহন করেছিলেন সেটি প্রদর্শন করা হয়।
/এফএএন/
অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোশ্যাল বিজনেস একাডেমিক সেল ও ইউনুস সেল।
Source Link: https://goo.gl/uQB9lf
Source: Daily News Today
Updated Date: 9th March, 2017