কৃষকদের 'এ-কার্ড'
ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ক্ষুদ্র কৃষকদের ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রহণ (এ-কার্ড) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া দিনব্যাপী মাল্টি-স্টেক হোল্ডার কর্মশালা, কৃষিবিষয়ক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার ক্ষুদ্র কৃষকদের ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রহণ (এ-কার্ড) কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কিঙ্কর চন্দ্র দাস। ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এমপাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃদুল চৌধুরী, কেয়ার বাংলাদেশের ইআরপিপির পরিচালক আনোয়ারুল হক, ইউএসআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের চিফ অব পার্টি বিদ্যুৎ কে মহলদার। ঢাকা আহছানিয়া মিশনের ইউএসআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের উদ্যোগে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Source Link: https://goo.gl/EewQhE
Source: Daily Samakal
Updated Date: 9th March, 2017