সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে আরো ৬টি নতুন ব্যবসা চালু
ইত্তেফাক রিপোর্ট২১ আগষ্ট, ২০১৬ ইং
ইউনূস সেন্টার আয়োজিত ৩২৯তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব গতকাল শনিবার গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি প্রকল্প ডিজাইন ল্যাবে উপস্থাপন করা হয়েছে যাদের মধ্যে সাত হাজার ৪০০টি প্রকল্প বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি উপস্থিত দর্শক-শ্রোতাদের স্বাগত জানান এবং সমপ্রতি রিও ২০১৬ অলিম্পিকে তাঁর অংশগ্রহণের বিষয়েও তাঁদের অবহিত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিটি দেশে কর্মরত অলিম্পিক কমিটিগুলোর মাধ্যমে সামাজিক ব্যবসা আন্দোলনকে বিশ্বব্যাপী এগিয়ে নিতে ইউনূস সেন্টারের সাথে কাজ করতে আগ্রহী।
এবারের ডিজাইন ল্যাবে ৬টি নতুন ‘নবীন উদ্যোক্তা’ ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবার থেকে এসেছেন। উপস্থাপিত ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে আমিনা বেগমের ‘নিশবেতগঞ্জ সতরঞ্জি হস্তশিল্প’। আমিনা বেগম হস্তনির্মিত ঐতিহ্যবাহী সতরঞ্জি তৈরীতে বিশেষভাবে পারদর্শী এবং তিনি তাঁর ব্যবসাটি বড় করতে মূলধনী তহবিলের জন্য আবেদন করেন। নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থাপিত প্রতিটি প্রকল্পই অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গতকাল ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Source Link: https://goo.gl/tGSQ4s
Source: Ittefaq
Updated Date: 9th March, 2017