ইপহ্-কে মালয়েশিয়ার সামাজিক ব্যবসা নগরী ঘোষণা

মালয়েশিয়ান নগরী ইপহ্-কে মালয়েশিয়ার প্রথম সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করতে পেরাকের মূখ্যমন্ত্রী, পেরাকের মেয়র, মালয়েশিয়ার যুব সংগঠন মাই-হারাপানের প্রধান নির্বাহী এবং ইউনূস সেন্টার একটি যৌথ ঘোষণা প্রদান করেছে।

ইপহ্ উত্তর মালয়েশিয়ার রাজ্য পেরাকের রাজধানী। ৫-৭ সেপ্টেম্বর ২০১৬ পেরাকে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘প্যাংকর আন্তর্জাতিক উন্নয়ন সংলাপ ২০১৬’ -এর উদ্বোধনী দিনে এই ঘোষণা দেয়া হলো। পৃথিবীর বিভিন্ন দেশে সৃষ্ট সামাজিক ব্যবসা নগরীর অনুসরণে ইপহ্ ‘সামাজিক ব্যবসা নগরী’ হিসেবে ঘোষিত হলো।

এর আগের দিন রবিবার প্রফেসর মুহাম্মদ ইউনূস ইপহ্ কীভাবে একটি কার্যকর সামাজিক ব্যবসা নগরীতে পরিণত হতে পারে এ বিষয়ে পেরাক সামাজিক ব্যবসা নগরী কমিটিকে প্রয়োজনীয় সুপারিশ ও গাইডলাইন প্রদান করেন। প্যাংকর সংলাপ শুরুর অব্যবহিত পূর্বে প্রকল্পটির প্রস্তুতি ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়।

প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘প্যাংকর আন্তর্জাতিক উন্নয়ন সংলাপ ২০১৬’ -এ এ বছরের সম্মেলনের মূল বক্তা হিসেবে ভাষণ দিয়েছেন। প্যাংকর আন্তর্জাতিক উন্নয়ন সংলাপ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম সংলাপ এবং এ-বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশে এই এলাকার অন্যতম  বৃহত্তম আয়োজন। ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, সিংগাপুর, বাহরাইন এবং গিনি থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ এক হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন।

তার সম্মেলন বক্তব্যে প্রফেসর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার দিনগুলোর কথা স্মরণ করেন এবং মালয়েশিয়া কীভাবে সর্বপ্রথম বাংলাদেশে জন্ম নেয়া ক্ষুদ্রঋণের মডেল গ্রহণ করে তার বিবরণ দেন। তিনি গ্রামীণের কর্মকাণ্ডের বিবর্তনের ইতিহাস তুলে ধরেন এবং কীভাবে সামাজিক সমস্যাগুলোর সমাধানে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে গ্রামীণের বিভিন্ন সামাজিক ব্যবসা কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন। তার বক্তৃতায় প্রফেসর ইউনূস অল্প কিছু লোকের হাতে পৃথিবীর সম্পদের বিপুল কেন্দ্রীকরণ ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং কীভাবে সামাজিক ব্যবসা উন্নত ও উন্নয়নশীল সকল দেশে এই সমস্যা মোকাবেলা করতে পারে তা তুলে ধরেন। দারিদ্র, বেকারত্ব ও অসমতা মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থার সংস্কারের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন দেন।

 

 

 

Source Link: https://goo.gl/VvOfsX

Source: Ittefaq

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015