বিশ্বের ১৫তম স্যোশাল বিজনেস সিটি মালয়েশিয়ার ইপু
শামছুজ্জামান নাঈম, ঢাকাটাইমস
মালয়েশিয়ার পেরাক রাজ্যের প্রাদেশিক রাজধানী ইপু শহরকে বিশ্বের ১৫তম স্যোশাল বিসনেস সিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার ইপু শহরে পাংকুর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়লগের প্রথম দিনে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
ইপুকে বিশ্বের ১৫ তম, এশিয়ায় দ্বিতীয় এবং আশিয়ান অঞ্চলে প্রথম স্যোশাল বিজনেস সিটি ঘোষণা করা হলো।এশিয়ায় এর আগে জাপানের একটি শহরকে স্যোশাল বিসনেস সিটি ঘোষণা করা হয়েছিল।
এছাড়া সাম্প্রতিক সময়ে জার্মান, ইতালি ও স্পেনের একটি করে শহরকে স্যোশাল বিসনেস সিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রী দাতুক যামরি আবদুল কাদির, ইপু সিটির মেয়র যামরি মান ও ডায়লগে সহস্রাধিক মালেয়েশীয় অংশগ্রহণ করেন।
ডায়লগ শেষে সংবাদ সম্মেলনে পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রী দাতুক যামরি আবদুল কাদির বলেন, স্যোশাল বিসনেস সিটির স্বীকৃতি আমাদের তথা মালয়েশিয়ার জন্য সম্মানের।
(ঢাকাটাইমস/ ০৬ সেপ্টেম্বর /প্রতিনিধি/ এআর /ঘ.)
সোমবার ইপু শহরে পাংকুর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়লগের প্রথম দিনে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
ইপুকে বিশ্বের ১৫ তম, এশিয়ায় দ্বিতীয় এবং আশিয়ান অঞ্চলে প্রথম স্যোশাল বিজনেস সিটি ঘোষণা করা হলো।এশিয়ায় এর আগে জাপানের একটি শহরকে স্যোশাল বিসনেস সিটি ঘোষণা করা হয়েছিল।
এছাড়া সাম্প্রতিক সময়ে জার্মান, ইতালি ও স্পেনের একটি করে শহরকে স্যোশাল বিসনেস সিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রী দাতুক যামরি আবদুল কাদির, ইপু সিটির মেয়র যামরি মান ও ডায়লগে সহস্রাধিক মালেয়েশীয় অংশগ্রহণ করেন।
ডায়লগ শেষে সংবাদ সম্মেলনে পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রী দাতুক যামরি আবদুল কাদির বলেন, স্যোশাল বিসনেস সিটির স্বীকৃতি আমাদের তথা মালয়েশিয়ার জন্য সম্মানের।
(ঢাকাটাইমস/ ০৬ সেপ্টেম্বর /প্রতিনিধি/ এআর /ঘ.)
Source Link: https://goo.gl/AY3ZtL
Source: Dhaka Tribune
Updated Date: 9th March, 2017