জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
টেকসই উন্নয়ন ল্যমাত্রার (এসডিজি) শীর্ষ সদস্যদের নিয়ে জাতিসঙ্ঘের সেক্রেটারি জেনারেলের বিদায়ের আগে তার সদর দফতরে ২৩ সেপ্টেম্বর সাাৎ করেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২১ জানুয়ারি, ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানে টেকসই উন্নয়ন ল্যমাত্রার অর্জনের প্রচারণায় জাতিসঙ্ঘের মহাসচিবকে সহযোগিতা করতে বিশ্বের বিখ্যাত ১৭ ব্যক্তির সমন্বয়ে গঠিত এসডিজি অ্যাডভোকেটস যাত্রা শুরু যা বিশ্বনেতারা সর্বসম্মতিক্রমে সেপ্টেম্বর ২০১৫ গ্রহণ করেন।
২০৩০ সালের মধ্যে এসডিজি ল্যমাত্রা অর্জনের অঙ্গীকার রা ও গতিশীলতা সৃষ্টিতে জাতিসঙ্ঘের মহাসচিবকে সহযোগিতার জন্য এসডিজি সমর্থনকারীরা বৈশ্বিক উন্নয়ন ল্যমাত্রার এজেন্ডা উন্নীত করতে, এসডিজির প্রকৃতির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং নতুন অংশীদারদের অন্তর্ভুক্তিকরণে কাজ করে যাচ্ছে।
নরওয়ের প্রধানমন্ত্রী এলনা সোলবার্গ এবং ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা সহপরিচালনায় এ এসডিজি অ্যাডভোকেটস গ্রুপ পরিচালিত হয়।
প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাশাপাশি উল্লেখযোগ্য এসডিজি সমর্থনকারীরা হলেন বেলজিয়ামের রানী মাথিলডে, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, চীনের অনলাইন ভিত্তিক কোম্পানি আলীবাবা ডট কমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্যাক মা, আর্জেন্টাইন খেলোয়াড় এবং জাতিসঙ্ঘের শিশু তহবিলের অ্যাম্বাসেডর লিও মেসি, কাতার ফাউন্ডেশনের সহকারী প্রতিষ্ঠাতা শেখ মোজা বিন্ত নাসের, ভয়েস অব লিবিয়ান উইমেনের প্রতিষ্ঠাতা আলা মুরাতিব এবং ইউনিলিভারের প্রধান কর্মকর্তা পল পলম্যান।
জাতিসঙ্ঘের মহাসচিব হিসেবে বান কি মুনের এটি শেষ বৈঠক। প্রফেসর ইউনূস বৈঠকে বান কি মুনকে জাতিসঙ্ঘের পদ থেকে অবসরের পরেও বিশ্বের নেতৃত্বে থাকার অনুরোধ করেন।
পরে প্রফেসর ইউনূস সুইডেন ইউএন মিশন হেডকোয়ার্টারে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দেন।
ইউনূস সেন্টার।
Source Link: https://goo.gl/EuLTVD
Source: The Daily Nayadiganta
Updated Date: 9th March, 2017