ইউনূসের সঙ্গে চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেছেন।
মুহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) টরন্টোর ডাউন টাউনে এডওয়ার্ড কিং হোটেলে কানাডাপ্রবাসী চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন চিটাগং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই অভিমত প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. আওরঙ্গজেব চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন রোটারিয়ান ফরিদউদ্দিন খান সিদ্দিকী, ড. নুরুল হুদা মজুমদার, সৈয়দ শওকত মাহমুদ, ব্যারিস্টার নিজাম হাশমী, আনোয়ারুল হাকিম চৌধুরী (আরজু), সামিনা ইয়াসমিন (রুমা) ও রিনা বেগম প্রমুখ।
অ্যালামনাইয়ের কর্মকর্তারা মুহাম্মদ ইউনূসকে পুস্তস্তবক দিয়ে স্বাগত জানান এবং তাঁর সম্মানে তাঁকে একটি মানপত্র প্রদান করেন।
মুহাম্মদ ইউনূস মাইক্রো ফিন্যান্স-বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে টরন্টো সফরে আসেন। এর আগে তিনি অটোয়ায় ইয়ং ওয়ান ওয়ার্ল্ড নামে অপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।
এক ঘণ্টারও বেশি সময়ের এই সাক্ষাতে মুহাম্মদ ইউনূস অত্যন্ত খোলামেলাভাবে প্রতিনিধিদলের সদস্য সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। এ সময় তিনি বলেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পুরোনো শিক্ষার্থীদের নিয়েই বিদেশে ফোরাম গড়ে ওঠা একটি চমৎকার অভিজ্ঞতা। এর মাধ্যমে পুরোনো দিনের স্মৃতি ও সম্পর্ককে চলমান রাখার সুযোগ তৈরি হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশও তৈরি হয়।
তিনি কানাডায় চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সাফল্য কামনা করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। অ্যালামনাইয়ের কর্মকর্তারা মুহাম্মদ ইউনূসকে সংগঠনের প্রথম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগ্রহ প্রকাশ করলে তিনি তাতে সম্মতি দেন। উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী। খবর বিজ্ঞপ্তির।
Source: The Daily Prothom Alo
Updated Date: 9th March, 2017