নোবেল সপ্তাহ শুরু

শুরু হলো নোবেল সপ্তাহ-২০১৬। আজ সোমবার থেকে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার ঘোষণার আয়োজন। প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসা বিজ্ঞানে (বা মেডিসিন) বিজয়ীর নাম। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীর নাম ঘোষণা করবেন নোবেল কমিটির সচিব (মেডিসিন) থমাস পার্লম্যান। নোবেল কমিটির নিজস্ব ওয়েবসাইট নোবেলপ্রাইজ ডটঅর্গ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

প্রথা অনুযায়ী, সর্বোচ্চ তিন বিজ্ঞানী একটি পুরস্কার ভাগাভাগি করতে পারেন। গত বছর মেডিসিনে নোবেল পেয়েছিলেন চিনের নারী বিজ্ঞানী ইউইউ তু, জাপানের বিজ্ঞানী সাতশি ওমুরা ও আয়ারল্যান্ডের বিজ্ঞানী উইলিয়াম ক্যাম্পবেল। গোলকৃমির আক্রমণে সৃষ্ট ক্ষত মোকাবিলায় একটি থেরাপি আবিষ্কার করে তারা এ পুরস্কার অর্জন করেন। পুরস্কারের মোট অর্থমূল্যের অর্ধেক পান ইউইউ; বাকি অর্ধেক সমান ভাগ করে দেওয়া হয় ওমুরা ও ক্যাম্পবেলকে।

আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। ১০০ কোটি বছরেরও বেশি আগে, ১৩০ কোটি আলোকবর্ষ দূরে দুটো ব্লাকহোলের সংঘর্ষে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার জন্য এবার লিগোর বিজ্ঞানীরা নোবেল পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘মহা-আবিষ্কার’টি ঘোষণার সময় এই প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে লিগোর বিজ্ঞানীরা পূর্বানুমান করেছিলেন, রাইনার উইস, কিপ থর্ন ও রোনাল্ড ড্রেভারÑ এই তিনজনকে নোবেল দেওয়া হতে পারে।

এ বছর রসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে বুধবার। একদিন বিরতি দিয়ে শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। এর পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিবারের মতো সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণার দিনক্ষণ জানানো হয় পরে।

‘মানবজাতির মহাকল্যাণের জন্য’ নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল। ১৯০১ সাল থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়। শুরু থেকে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো। ১৯৬৯ সালে যুক্ত হয় অর্থনীতিতে নোবেল দেওয়ার প্রথা। এখন পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস একমাত্র বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। গ্রামীণ ব্যাংক ও তিনি যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পান।

 

Source Link: https://goo.gl/c1ZAgY

Source: Dainik AmaderShomoy

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015