পূর্ব তিমুরে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তির ২০ বছর উদ্যাপন অনুষ্ঠানে ড. ইউনূস
জোস রামোস হোর্তা ও বিশপ কার্লোস জিমেনেস বেলোর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব তিমুর সরকার আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার সকালে দেশটির প্রেসিডেন্ট তুর মাতান রুয়াক সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচজন নোবেল বিজয়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করেন ও তিমুরে আসার জন্য তাঁকে ধন্যবাদ জানান তিমুরের প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে ভারতের নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী ব্রায়ান সেমিড, অর্থনীতিতে নোবেলজয়ী প্রফেসর ফিন আরলিং কিডল্যান্ড ও চিকিৎসায় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্ট উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
Source Link: https://goo.gl/ck85O4
Source: Kaler Kantha
Updated Date: 9th March, 2017