গ্রামীণ আমেরিকার ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করেছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত ২৪ অক্টোবর নিউ ইয়র্কে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পরিষদের সভায় মাইলফলক অতিক্রমের এই ঘোষণা দেওয়া হয়। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে গ্রামীণ আমেরিকা ২০০৮ সালে তার যাত্রা শুরু করে। প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

 

এদিকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘সিং ফর হোপ’ এর দশম বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেন। বক্তৃতায় প্রফেসর ইউনূস গত ১০ বছরে সিং ফর হোপের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে সংগীত ও শিল্পকলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও প্রফেসর ইউনূস ২৬ অক্টোবর জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে একটি গণ-বক্তৃতা দেন। ওইদিন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন ন্যাপ বিশ্ববিদ্যালয়ের লিনসের অডিটোরিয়ামে প্রফেসর ইউনূসকে ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে তাঁর পথিকৃত কাজের জন্য মর্যাদাজনক প্রেসিডেন্সিয়াল মেডেলে ভূষিত করেন। গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
 

Source Link: https://goo.gl/C3O9Wn

Source: Ittefaq

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015