ড. ইউনূসের ‘তিন শূন্য’ দিয়ে প্যারিস অলিম্পিক

প্যারিসে ২০২৪ সালের অলিম্পিকের মূল বার্তা হচ্ছে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’। ওই আয়োজনের অন্যতম স্তম্ভ হিসেবে সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করতে ড. ইউনূস, প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও ‘ক্যান্ডিডেট সিটি ফর দি অলিম্পিকস’-এর প্রেসিডেন্ট এতিয়েন থবোয়া গত ৮ নভেম্বর একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছেন। প্যারিসের ঐতিহাসিক ভবন হোটেল দ্য ভিলে (টাউন হল) অবস্থিত মেয়রের অফিসে এ চুক্তি সই হয়। গতকাল ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূসের ‘তিন শূন্য’ হলো  শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে এ তিন বিষয়কে মূল ভূমিকায় রেখে সব পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র।

ওই চুক্তি সই নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যারিসের মেয়র অ্যান হিদালগো জানান, প্যারিসের সর্বত্র সামাজিক ব্যবসা কর্মসূচি প্রসারের উদ্যোগের অংশ হিসেবে তিনি আগামী বছর প্যারিসে গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিটে ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের ৬ ও ৭ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্যারিসের মেয়র বিশ্বের ৪০টি নেতৃস্থানীয় নগরীর মেয়রদের এ সম্মেলনে আমন্ত্রণ জানাবেন। মেয়র হিদালগো এই ৪০টি নগরীর সংগঠন সি-৪০-এর সভাপতি।

মেয়র অ্যান হিদালগো ব্যাখ্যা করে বলেন, তাঁর এই উদ্যোগ প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রে পরিণত করার উদ্দেশ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মসূচির অংশ। গত মাসে ড. ইউনূসের উপস্থিতিতে প্যারিসের নয়নাভিরাম ভবন ‘ল্য ক্যানঅ’-র উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ‘সামাজিক ব্যবসা ভবন’ নামে ‘ল্য ক্যানঅ’-র নামকরণ করা হয়। ভবনটিকে সামাজিক ব্যবসা সৃষ্টি ও প্রসারের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়।

প্যারিস সফরকালে ড. ইউনূস প্যারিসে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস একাডেমিয়া কনফারেন্স ২০১৬’ উদ্বোধন করেন। প্যারিসের কাছে জুয়ি অঁ জোসায় অবস্থিত প্রখ্যাত বিজনেস স্কুল এইচইসি প্যারিস ও ইউনূস সেন্টারের আয়োজনে গত ৯ ও ১০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৫টি দেশ থেকে ১২৫ জন শিক্ষাবিদ এই বার্ষিক সম্মেলনে অংশ নেন। এ বছরের সম্মেলনে ৬৬টি প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ৪৪টি উপস্থাপনার জন্য গৃহীত হয়। এগুলোর মধ্যে ছিল সামাজিক ব্যবসা ও শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, ব্যবসায়িক উদ্যোগ, বিপণন ও অন্যান্য বিষয়ের ওপর লেখা প্রবন্ধ।

এ ছাড়া পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ২৮টি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মধ্যে ১১টি সেন্টার এই সম্মেলনে উপস্থাপনা করে। পৃথিবীব্যাপী এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারগুলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে সামাজিক ব্যবসাকে মূলধারায় নিয়ে আসতে ও গ্র্যাজুয়েশনের পর ছাত্রদের সামাজিক ব্যবসায় জড়িত হওয়ার সুযোগ করে দিতে গবেষণা, কোর্স তৈরি এবং সামাজিক ব্যবসার ওপর প্রকল্প গ্রহণ করে থাকে।

সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় সম্মেলনের অন্যতম আয়োজক প্যারিসের নেতৃস্থানীয় বিজনেস স্কুল এইচইসি প্যারিস এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে ও ফ্রান্সের নেতৃস্থানীয় কম্পানিগুলোর অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের পুরোধারা দর্শকদের কাছে তাঁদের পরিকল্পনা তুলে ধরেন এবং ইতিমধ্যে এই আন্দোলনে যোগদানকারী করপোরেশনগুলোর প্রধান নির্বাহীদের পরিচয় করিয়ে দেন। তাদের মধ্যে রয়েছে বিশ্বখ্যাত কম্পানি ড্যানোন, ভিওলিয়া, স্নাইডার ইলেকট্রিক, রেনল্ট, সডেক্সো, টোটাল প্রভৃতি।

ড. ইউনূস এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ নিতে আমন্ত্রণ জানান। সেই সঙ্গে তিনি পৃথিবীব্যাপী শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়ানো সম্পদ কেন্দ্রীকরণের প্রক্রিয়াকে রুদ্ধ করার উপায় হিসেবে সামাজিক ব্যবসা শুরু করতে বলেন। ড্যানোনের প্রধান নির্বাহী ইমানুয়েল ফেইবারও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ড. ইউনূস প্যারিসে ড্যানোন কমিউনিটিস আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন। ড্যানোন কমিউনিটিস হচ্ছে ড্যানোন প্রতিষ্ঠিত একটি তহবিল, যা আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে অপুষ্টি ও নিরাপদ পানির অভাব মোকাবিলার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করে থাকে। পৃথিবীর সমস্যাসংকুল বিভিন্ন এলাকায় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে একটি বিশেষ কর্মসূচিতে প্যারিসে আসা একদল উদ্যোক্তার সঙ্গে তিনি বৈঠক করেন।

 

Source Link: https://goo.gl/zKTCcw

Source: Kaler Kantha

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015