ইউনূসের ‘তিন শূন্য’ কেন্দ্র করে অলিম্পিক ২০২৪ এর প্রস্তুতি চলছে প্যারিসে
প্যারিসে ২০২৪ সালের অলিম্পিকের জন্য ইউনূসের ‘তিন শূন্য’ কে কেন্দ্রীয় বাণী হিসেবে নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য প্যারিসের প্রার্থিতার একটি অন্যতম স্তম্ভ হিসেবে সামাজিক ব্যবসায়কে অন্তর্ভুক্ত করতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, প্যারিসের মেয়র মিস অ্যান হিদালগো এবং ‘ক্যানডিডেট সিটি ফর দ্য অলিম্পিকস’-এর প্রেসিডেন্ট গত ৮ নভেম্বর একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন।
প্রার্থী নগরী প্যারিস প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র লক্ষ্যÑ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃস্মরণকে ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সব পরিকল্পনা গ্রহণ করা হবে বলে প্যারিসন মেয়র ঘোষণা করেছেন।
প্যারিসের মেয়র অ্যান হিদালগোর আয়োজনে প্যারিসের ঐতিহাসিক ভবন হোটেল দ্য ভিলে (টাউন হল) অবস্থিত মেয়রের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র হিদালগো, প্রফেসর ইউনূস এবং ২০২৪ সালের অলিম্পিক গেমস আয়োজনে প্যারিসের প্রার্থিতার লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি এতিয়েন থবোয়া আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। সম্মেলনে তার বক্তব্যে মেয়র হিদালগো ঘোষণা করেন যে, প্যারিসের সর্বত্র সামাজিক ব্যবসায় কর্মসূচি প্রসারের উদ্যোগের অংশ হিসেবে তিনি আগামী বছর প্যারিসে গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠানের জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছর ৬-৭ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্যারিসের মেয়র পৃথিবীর ৪০টি নেতৃস্থানীয় নগরীর মেয়রদের এই সম্মেলনে আমন্ত্রণ জানাবেন। মেয়র হিদালগো এই ৪০টি নগরীর সংগঠন সি-৪০-এর সভাপতি। তিনি ব্যাখ্যা করে বলেন, তার এই উদ্যোগ প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রে পরিণত করার উদ্দেশ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মসূচির অংশ। গত মাসে প্রফেসর ইউনূসের উপস্থিতিতে প্যারিসের নয়নাভিরাম ভবন ‘ল্য ক্যানঅ’-র উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ‘সামাজিক ব্যবসা ভবন’ নামে ‘ল্য ক্যানঅ’-র নামকরণ করা হয় এবং ভবনটিকে সামাজিক ব্যবসায় সৃষ্টি ও প্রসারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
প্যারিস সফরকালে প্রফেসর ইউনূস প্যারিসে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া কনফারেন্স ২০১৬’ উদ্বোধন করেন। প্যারিসের সন্নিকটে জুয়ি অঁ জোসায় অবস্থিত প্রখ্যাত বিজনেস স্কুল এইচইসি প্যারিস ও ইউনূস সেন্টারের আয়োজনে গত ৯-১০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৫টি দেশ থেকে ১২৫ জন শিক্ষাবিদ এই বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
Source Link: http://www.dailynayadiganta.com/detail/news/170513
Source: The Daily Nayadiganta
Updated Date: 9th March, 2017