‘ভারতীয় করপোরেট অ্যাকশন ট্যাংক’ উদ্বোধন
সামাজিক ব্যবসার ভারতীয় সংগঠন ‘ইউনূস সামাজিক ব্যবসা ভারত’ ও ভারতের বিখ্যাত ‘টাটা ট্রাস্টস’ এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘ভারতীয় করপোরেট অ্যাকশন ট্যাংক’। সম্প্রতি মুম্বাইয়ে এটি উদ্বোধন করা হয়। মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধির মানগান্তিওয়ার, পরিকল্পনা প্রতিমন্ত্রী দীপক ভাসান্ত কেশরকার এবং ভারতের নেতৃস্থানীয় করপোরেশনগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় সামাজিক ব্যবসা ফোরাম চলাকালে ভারতীয় করপোরেট অ্যাকশন ট্যাংকের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।
Source Link: https://goo.gl/hnn973
Source: Bangladesh Today
Updated Date: 9th March, 2017