ইউনূস সেন্টারের সঙ্গে তিন বিশ্ববিদ্যালয়ের চুক্তি
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশি-বিদেশি তিনটি বিশ্ববিদ্যালয়। গতকাল রাজধানীর গ্রামীণ ব্যাংক মিলনায়তনে ডিজাইন ল্যাব অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কিংস কলেজ নেপাল ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে ইউনূস সেন্টারের তিনটি পৃথক সমঝোতা স্মারক স্মাক্ষরিত হয়েছে। এ তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিই স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে একটি করে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা এবং তাদের কারিকুলাম ও কোর্সে সামাজিক ব্যবসা অন্তর্ভুক্ত করবে। এ ছাড়া রাঙামাটিতে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও আশিকার মধ্যে একটি যৌথ উদ্যোগের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
Source Link: http://www.bd-pratidin.com/city/2016/11/23/187039
Source: Bangladesh Protidin
Updated Date: 9th March, 2017