সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা
ইউনূস সেন্টার আয়োজিত ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব গতকাল গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। আফগানিস্তান, ব্রাজিল, অষ্ট্রিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।
গতকাল ডিজাইন ল্যাবে ৬টি নতুন ‘নবীন উদ্যোক্তা’ পরিকল্পনা উপস্থাপিত হয়। পরিকল্পনাগুলোর মধ্যে ছিল কৃষি লেবু চাষ প্রকল্প, খুচরা রেডিমেড কাপড়ের স্টোর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা ও কৃষি-যন্ত্র নির্মাণ। ডিজাইন ল্যাবে ইউনূস সেন্টার, বাংলাদেশের সাথে তাইওয়ানের চ্যাং জুং ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির মধ্যে স্কাইপি কনফারেন্সের মাধ্যমে উক্ত বিশ্ববিদ্যালয়ে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চ্যাং জুং ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়ুং-লুং লী এবং নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাইওয়ান সামাজিক ব্যবসা তহবিলের প ওয়াং জুনো ও ফিলিপ্পা সাই। প্রেস বিজ্ঞপ্তি।
Source Link: https://goo.gl/mNtVh9
Source: Dainik Azadi
Updated Date: 8th March, 2017