গ্রামীণ নার্সিং কলেজ থেকে ৪৯ জনের গ্র্যাজুয়েশন

গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গত ২১ ডিসেম্বর ৪৯ জন ছাত্রী তাদের নার্সিং ডিগ্রী লাভ করলো। এরা সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণীদের সন্তান। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি, স্কটল্যান্ডের চ্যান্সেলর হিসেবে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের নির্বাহী প্রধান ফ্রাংক ক্রোসান অনুষ্ঠানে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির উপাচার্যের প্রতিনিধিত্ব করেন।

বর্তমানে গ্রামীণ ব্যাংক পরিবারের ৩২০ জন ছাত্রী এই কলেজে নার্সিংয়ে ডিপ্লামা ও বিএসসি ডিগ্রী গ্রহণ করছে। ২০১০ সালে কলেজটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ২২৩ জন ছাত্রী এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এরা সবাই গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের সন্তান। এদের মধ্যে ৬ জন এখন এই কলেজ থেকে বৃত্তি নিয়ে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। গ্র্যাজুয়েটদের ১২০ জন এখন সরকারী স্টাফ নার্স হিসেবে কাজ করছে এবং অন্যরা স্কয়ার হাসপাতাল, অ্যপোলো হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালসহ দেশের বিভিন্ন প্রখ্যাত হাসপাতালে কর্মরত।

প্রতি বছর এই কোর্সে ভর্তির জন্য গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের সন্তানদের নিকট থেকে দরখান্ত আহ্বান করা হয়। বাছাইকৃত ছাত্রীদের নার্সিং ডিগ্রী গ্রহণের জন্য গ্রামীণ ব্যাংক থেকে সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়। এই ঋণ থেকে ছাত্রীদের যাবতীয় সরঞ্জাম, ড্রেস ও থাকা-খাওয়ার খরচ নির্বাহ করা হয়। এক বছরের গ্রেস পিরিয়ডসহ দীর্ঘমেয়াদী কিস্তিতে ছাত্রীরা এই ঋণ পরিশোধ করে থাকে।

বাংলাদেশে একটি বিশ্বমানের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১০ সালে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি, স্কটল্যান্ড ও বাংলাদেশের গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের একটি যৌথ সামাজিক ব্যবসা হিসেবে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠা করেন। ভাড়া করা ভবনে এর কার্যক্রম শুরু করলেও কলেজটি ২০১৮ সালে তার নিজস্ব বৃহদায়তন ক্যাম্পাসে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

 

 

Source Link: https://goo.gl/coFkkr

Source: Dainik Azadi

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015