২৫ বছর বিনাভাড়ায় থেকে ৫ বছর গ্রামীণ ব্যাংকের ভাড়াটিয়া ছিলেন ড. ইউনূস

বিশ্বজিৎ দত্ত: গ্রামীণ ব্যাংক ভবন কমপ্লেক্সের একটি বাসায় ড. মোহম্মদ ইউনূস  বিনাভাড়ায়  থেকেছেন ২৫ বছর। আর ভাড়া দিয়ে থেকেছেন ৫বছর। সব মিলিয়ে মোট ৩০ বছর  তিনি গ্রামীণ ব্যাংকভবনে থেকেছেন। ২০১১ সালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে উচ্চ আদালতের নির্দেশে অপসারিত হন ড. মোহম্মদ ইউনূস। নিয়ম অনুযায়ি অপসারণের ৩ মাসের মাথাতেই তার গ্রামীণ ব্যাংকের আবাসন ছেড়ে দেয়ার কথা। কিন্তু ড. মোহম্মদ ইউনূস ৫ বছর নিজের দখলে রেখেছেন গ্রামীণ ব্যাংকের একটি বাসা। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক ভবনের মধ্যে তিনটি ৫ তলা আবাসিক ভবন রয়েছে।  ৩টিতেই  গ্রামীণ ব্যাংকে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। এরই একটি ভবনের নিচ তলায় থাকতেন ড. মোহম্মদ ইউনূস।

বিষয়টি নিয়ে গতকাল গ্রামীণ ব্যাংকে যোগাযোগ করা হলে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়ম অনুযায়ি ড. মোহম্মদ ইউনূসের বাসা ছেড়ে দেয়ার কথা থাকলেও তিনি বাসাটি ৫ বছর নিজের কাছে রেখেছেন। অবশ্য এই সময় তিনি বাসা ভাড়া দিয়েছেন। ব্যাংক থেকে অপসারণের পর তিনি বাসায় থাকলেন কী করে এ প্রশ্নের উত্তরে কর্মকর্তা বলেন, গ্রামীণ ব্যাংকের বোর্ড মিটিংয়ে তার ভাড়ায়  থাকার  বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।  কত করে বাসাভাড়া দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা  যে হারে অর্থাৎ মূলবেতনের ৫০ শতাংশ ও তার সঙ্গে রক্ষণাবেক্ষণ খরচ আরো সাড়ে ৭ শতাংশ যোগকরে  তিনি গত ৫ বছর বাসাভাড়া দিয়েছেন। তিনি বলেন, প্রতিমাসে তিনি ৪৫ হাজার টাকা বাসাভাড়া দিয়েছেন। প্রসঙ্গত  গ্রামীণ ব্যাংকভবনে  ড.  মোহম্মদ ইউনূস একটি ফ্লোর  নিজের কাছে রেখেছেন। এই ফ্লোর থেকেই ড. মোহম্মদ ইউনূসের ব্যাক্তিগত প্রতিষ্ঠান ইউনূস সেন্টার পরিচালিত হয়।  গত বুধবার ড. মোহম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক ভবন কমপ্লেক্স ছেড়ে গুলশান ২ নম্বরে একটি  ভাড়া বাসায় উঠেন। সম্পাদনা: সুমন ইসলাম

 

Source Link: http://amaderorthoneeti.net/new/2016/12/27/53348/#.WIg2PtxT6OB

Source: Amader Orthoneeti

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015