ড. ইউনূস সহ ২৩ বিশিষ্ট ব্যক্তিত্বের খোলা চিঠি

মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ  ২৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। এ জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি বরাবর একটি খোলা চিঠি লিখেছেন তারা। বর্তমান পরিস্থিতির বিষয়ে প্রকৃত সত্য উদ্?ঘাটনের উদ্দেশ্যে তারা একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আপনারা অবগত আছেন যে জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধতুল্য একটি মানবীয় বিপর্যয় মিয়ানমারে বিস্তৃতি লাভ করছে। গত দুই মাস ধরে মিয়ানমার সেনাবাহিনী যে সামরিক আগ্রাসন চালাচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ৩০ হাজারের বেশি মানুষ এর ফলে বাস্তুচ্যুত হয়েছে। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, বেসামরিক মানুষদের নির্বিচারে আটক করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, নোবেলজয়ী অং সান সু চির কাছে বারবার আবেদনের পরও তিনি রোহিঙ্গাদের পূর্ণ ও সমনাগরিক অধিকার নিশ্চিত করতে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা হতাশ হয়েছি। মিয়ানমার সরকারকে মানবিক সহায়তার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে উদ্বুদ্ধ করার জন্য সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণে জাতিসংঘের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, যাতে মানুষ জরুরি সহায়তা পেতে পারে। সাংবাদিক ও মানবাধিকার পর্যবেক্ষকদেরও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া উচিত এবং বর্তমান পরিস্থিতি বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ, আন্তর্জাতিক তদন্ত পরিচালিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি এজেন্ডা হিসেবে সংকটটিকে উপস্থাপনের জন্য আমরা নিরাপত্তা পরিষদকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং জাতিসংঘ মহাসচিবকে জরুরিভিত্তিতে মিয়ানমার পরিদর্শন করতে অনুরোধ করছি। বর্তমান মহাসচিবের পক্ষে এটা সম্ভব হলে আমরা তাকেই সেখানে যেতে অনুরোধ করব। অন্যথায় নতুন মহাসচিবকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়টিকে তার কর্মতালিকায় অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে অনুরোধ জানাব।

বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে আছেন ড. মুহাম্মদ ইউনূস, হোসে রামোস হোর্তা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, মেইরিড মাগুইর, বেটি উইলিয়াম্স, অসকার অ্যারিয়াস, জোডি উইলিয়াম্স, শিরিন এবাদি, তাওয়াক্কল কারমান, লেইমাহ বোয়ি, মালালা ইউসুফজাই, স্যার রিচার্ড জে রবার্টস, এলিজাবেথ ব্ল্যাক বার্ন, এমা বোনিনো, কেরি কেনেডি প্রমুখ।

 

 

Source Link: http://www.ittefaq.com.bd/print-edition/second-edition/2016/12/30/165797.html

Source: Ittefaq

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015