রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কাছে নোবেল জয়ীদের চিঠি
Published : Thursday, 29 December, 2016 at 9:23 PM, Update: 29.12.2016 9:40:14 PM
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে খোলা চিঠি দিয়েছে বাংলাদেশের ড. ইউনূসসহ বিশ্বের খ্যাতনামা ২২ জন নাগরিক। এদের মধ্যে পাকিস্তানের মালালা ইউসূফজাইসহ ১৩ জনই বিভিন্ন সময়ে নোবেল পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার চিঠিটি লেখা হয়। ওই চিঠিতে মিয়ানমারে হত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো পাশবিক নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আপনারা অবগত আছেন যে, জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধতুল্য একটি মানবীয় বিপর্যয় মিয়ানমারে বিস্তৃতি লাভ করছে। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে যে আগ্রাসন চালানো হচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হচ্ছে। বাস্তুচ্যুত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। শিশুদের হত্যা করা হচ্ছে। আরো ভয়ের ব্যাপার হচ্ছে, মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে। ফলে এই এলাকাটিতে মানবীয় সংকট ভয়াবহ হয়ে উঠেছে। এতে করে হাজার হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমার সরকারকে মানবিক সহায়তার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে উদ্বুদ্ধ করার জন্য সম্ভাব্য সব উদ্যোগ নিতে জাতিসংঘের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে মানুষ জরুরি সহায়তা পেতে পারে। এছাড়া সাংবাদিক ও মানবাধিকার পর্যবেক্ষকদেরও সেখানে প্রবেশের অনুমতি দেয়া উচিত।
ইউনূস সেন্টার থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ রিফিউজি হাইকমিশনের কর্মকর্তা জন ম্যাককিসিক মিয়ানমার সরকারকে জাতিগত নিধন পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছেন।
এই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- ড. মুহাম্মদ ইউনূস, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, মালালা ইউসুফজাই, ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, তাওয়াক্কল কারমান, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, লেইমাহ বোয়ি, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, এলিজাবেথ ব্ল্যাক বার্ন, ২০০৯ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জয়ী, শিরিন এবাদি, ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, হোসে রামোস হোর্তা, জোডি উইলিয়াম্স, ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, ১৯৯৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, স্যার রিচার্ড জে রবার্টস, ১৯৯৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জয়ী, অসকার অ্যারিয়াস, ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, আর্চবিশপ ডেসমন্ড টুটু, ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, মেইরিড মাগুইর, ১৯৭৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, বেটি উইলিয়াম্স, ১৯৭৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী।
নোবেল পুরস্কার ছাড়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন- এমা বোনিনো, ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রোমানো প্রাদি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী, রিচার্ড কার্টিস, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, কেরি কেনেডি, মানবাধিকারকর্মী, আলা মুরাবিত লিবীয় নারী অধিকার প্রবক্তা, পল পোলম্যান, ব্যবসায়ী নেতা, জোকেন জাইট্জ, ব্যবসায়ী নেতা ও সমাজসেবী, মো. ইব্রাহিম, উদ্যোক্তা ও সমাজসেবী।
(No Photo Available)
Source Link: http://www.manobkantha.com/2016/12/29/180535.php
Source: Manabkantha
Updated Date: 8th March, 2017