ভারতের বিজ্ঞান কংগ্রেসে আবারো আমন্ত্রিত ড. ইউনূস
নয়া দিগন্ত ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬,শনিবার, ০০:০০
ভারত সরকার আবারো তাদের বার্ষিক জাতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেল জয়ী ড. ইউনূসকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার ড. ইউনূসকে আমন্ত্রণ জানাল ভারত সরকার।
এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান কংগ্রেস হয়েছিল, সেখানেই প্রথমবার ড. ইউনূসকে স্বর্ণপদকে সম্মানিত করেছিল ভারত সরকার। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসের হাতে সেই পদক তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞান কংগ্রেসে ১২ হাজারেরও বেশি প্রতিনিধির সামনে সেই পদক তুলে দেয়ার সময় বলা হয়েছিল, ‘সমাজের দরিদ্রতম মানুষকেও একটা আশা, সম্ভাবনা আর মর্যাদায় ভরা জীবন’ দেয়ার জন্যই তাকে এই স্বীকৃতি। বাংলা ট্রিবিউন।
মুম্বাইতে সেটা ছিল ভারতের ১০২তম জাতীয় বিজ্ঞান কংগ্রেস, আর নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম। তার ঠিক দুই বছর পর, ২০১৭ সালের জানুয়ারিতে ভারতে ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের আসর বসছে অন্ধ্রপ্রদেশের মন্দির-শহর তিরুপতিতে। সেখানেও দেশ-বিদেশের বেশ কয়েকজন নোবেলজয়ীর সাথে আমন্ত্রিত হয়েছেন ড. ইউনূস। আর এর পেছনে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত আগ্রহই কাজ করেছে বলে জানা গেছে।
ভারতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে নরেন্দ্র মোদি ড. ইউনূসের একজন ‘অসম্ভব গুণমুগ্ধ অনুরাগী’। সমাজের হতদরিদ্র অংশের আর্থিক উন্নয়নে তিনি যে ধরনের কাজকর্ম করেছেন বা তার ক্ষুদ্রঋণ প্রকল্প যেভাবে বহু গরিব মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছে, তা নিয়ে নরেন্দ্র মোদি অনেক আগে থেকেই নিজে পড়াশোনা করেছেন। ফলে বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে ভারত কেন তাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে, সেটি বোঝা মোটেই কঠিন নয়। কিন্তু তিরুপতিতে ভারতের বিজ্ঞান কংগ্রেসে যোগ দেয়ার এই আমন্ত্রণ কি ড. ইউনূস গ্রহণ করেছেন?
এ ব্যাপারে উদ্যোক্তারা সরাসরি এখনই কিছু বলতে চাইছেন না। তবে এবারে বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করছে ভারতের যে রাজ্যটি, সেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কিরণ কুমার পোঠুলা বলেছেন, ‘এটুকু আপনাকে অবশ্যই বলতে পারি আমেরিকা, জাপান, ফ্রান্স, ইসরাইল ও বাংলাদেশ থেকে মোট ৯ জন নোবেল পুরস্কারজয়ী এই মর্যাদাব্যঞ্জক ইভেন্টে যোগ দেবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’
বাংলাদেশের একমাত্র নোবেলজয়ীর নাম সবারই জানা, ফলে ওপরের প্রশ্নের উত্তরটাও অনুমান করা তাই মোটেও কঠিন নয়।
আগামী ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুপতিতে দেশের ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। সেখানে থাকবেন দুই শতাধিক বিদেশী বিজ্ঞানী এবং ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞানচর্চা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ের ১২ হাজারেরও বেশি প্রতিনিধি। আর জ্ঞানী-গুণীদের সেই আসরেই সম্ভবত দেখা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ড. মুহাম্মদ ইউনূসের। ঠিক দুই বছরের মাথায়, আবার!
Source Link: http://www.dailynayadiganta.com/detail/news/183279
Source: The Daily Nayadiganta
Updated Date: 8th March, 2017