ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন নরেন্দ্র মোদি
ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরো পাঁচজন নোবেল বিজয়ীসহ ড. ইউনূসকে কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়ে গত মঙ্গলবার এই পদক প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকায় ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী দিনে নোবেল বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কয়েকজন ইউনিয়ন মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা।
প্রধানমন্ত্রী মোদি ও অন্য বক্তারা ভারতের বিজ্ঞাননীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ভারতীয় সমাজকে কিভাবে রূপান্তরিত করছে ও ভারতকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে বক্তব্য দেন।
প্রফেসর ইউনূস কংগ্রেসের একটি প্লেনারি সেশনে গতকাল বক্তব্য দেন। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত শ্রী ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই নগরীতে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই। আরো যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মুখ্য বিজ্ঞাননীতি প্রণেতা ও প্রশাসকরা এবং ভারতের সব রাজ্য থেকে আসা বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র।
সম্পাদক : ইমদাদুল হক মিলন,
উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
Source Link: http://www.kalerkantho.com/home/printnews/449064/2017-01-05
Source: Kaler Kantha
Updated Date: 8th March, 2017