ইউনূসকে পদক দিলেন মোদী
০৫ জানুয়ারি ২০১৭, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার ওই কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত আরও ৫ নোবেল বিজয়ীর সঙ্গে ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত শ্রী ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। ৫ দিনব্যাপী কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই উপস্থিত হয়েছেন।
তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে অনুষ্ঠিত কংগ্রেসে আরো যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশের কয়েক প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মুখ্য বিজ্ঞাননীতি প্রণেতা ও প্রশাসকগণ এবং দেশটির সব রাজ্য থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক ও ছাত্র।
Source Link: https://goo.gl/YtGVKV
Source: Dainik AmaderShomoy
Updated Date: 8th March, 2017