ড. ইউনূসকে স্বর্ণ পদকে ভূষিত করলেন মোদী
প্রকাশঃ ০৪-০১-২০১৭, ৫:৫৮ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৪-০১-২০১৭, ৫:৫৯ অপরাহ্ণ
কাগজ অনলাইন ডেস্ক: ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদকে ভূষিত করলেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত আরো ৫ জন নোবেল লরিয়েটের সাথে প্রফেসর ইউনূসকে মঙ্গলবার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী দিনে এই সম্মাননা প্রদান করেন মোদী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্র বাবু নাইডু, কয়েকজন ইউনিয়ন মন্ত্রী এবং ভারতের প্রখ্যাত বিজ্ঞানীগণ। ভারতের প্রধানমন্ত্রী মোদী ও অন্য বক্তারা ভারতের বিজ্ঞান নীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ভারতীয় সমাজকে কীভাবে রূপান্তরিত করছে ও ভারতকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে তাঁদের বক্তব্য রাখেন।
৫ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে অনুষ্ঠিত এই কংগ্রেসে আরো যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মুখ্য বিজ্ঞান নীতি প্রণেতা ও প্রশাসকগণ এবং ভারতের সকল রাজ্য থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র।
Source Link: http://www.bhorerkagoj.net/online/2017/01/04/316167.php
Source: Daily BhorerKagoj
Updated Date: 8th March, 2017